অশ্লীলতার অভিযোগে ব্যাচেলর পয়েন্টের 6 জনকে আইনি নোটিশ

মো: আবু সালেহ
নিজস্ব প্রতিনিধি
।
জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজনে অশ্লীলতা, সামাজিক অবক্ষয় ও নৈতিক বিচ্যুতির অভিযোগে নাটকের পরিচালক ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
।
৮ জুলাই (মঙ্গলবার) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মহি উদ্দিন (মহি শামীম) এই নোটিশ পাঠান। এতে পরিচালক কাজল আরেফিন অমি, অভিনেতা মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, সাইদুর রহমান পাভেল, শিমুল শর্মা ও বুম ফিল্মস প্রোডাকশন হাউজকে বিবাদী করা হয়েছে।
।
নোটিশে অভিযোগ করা হয়, নাটকের ১ম থেকে ৮ম পর্বে একাধিক অশালীন ও আপত্তিকর সংলাপ এবং দৃশ্য রয়েছে, যা কিশোর-তরুণ সমাজকে নৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। বিশেষ করে ‘ডেট’, ‘উনিশ/বিশ’, ‘শিশা’, ‘কিডনি’, ‘ফিমেল’ প্রভৃতি শব্দ ও প্রসঙ্গ ব্যবহার করে নারী বিদ্বেষ ও অসভ্য রসিকতা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
।
নোটিশে ৭ কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট পর্বগুলো অনলাইন থেকে অপসারণের আহ্বান জানানো হয়। অন্যথায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়েছে। নোটিশে ‘জাতীয় সম্প্রচার নীতি ২০১৪’ ও ‘জাতীয় অনলাইন গণমাধ্যম নীতি ২০১৭’-এর বিধি লঙ্ঘনের কথাও উল্লেখ করা হয়েছে।