অবৈধ বালু উত্তলন কারী ৮ ট্রাক ও ৪স্কেভেটর সহ ১৪ জন আটক

আব্দুল্লাহ আল মোমেন, পাবনা জেলা প্রতিনিধি

১১ মে (রবিবার) জেলা গোয়েন্দা সংস্থা (এনএসআই,) পাবনার গোপন তথ্যর ভিক্তিতে ও সার্বিক তত্ত্বাবধানে পাবনা সদর উপজেলাধীন হেমায়েতপুর ইউনিয়নের চরঘোষপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুরাদ হোসেন কর্তৃক ০৮টি ট্রাক, ০৪টি স্কেভেটর সহ মাটি উত্তলনের সাথে জড়িত ১৪জনকে আটক করে। প্রত্যেককে ০৩ মাস করে জেল দেওয়া হয়। এসময় সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর ১৬জন সদস্য,পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

আটক ব্যক্তিদের পরিচয়ঃ
ক) জুয়েল(৪০),পিতা-কালু প্রামানিক,সাং-কৃষ্টপুর,পাবনা সদর,পাবনা।
খ) হৃদয়(২৮),পিতা-হেরাজ প্রামানিক,সাং-কৃষ্টপুর,পাবনা সদর,পাবনা।
গ) মারুফ(৪০),পিতা-রাসেল বিশ্বাস,সাং-চর বাঙ্গাবাড়িয়া,পাবনা সদর,পাবনা।
ঘ) বাবু মণ্ডল(৪০),পিতা-মোঃ সাদেক মণ্ডল,সাং- বুধেরহাট,হেমায়েতপুর,পাবনা।
ঙ) বাপ্পি(৩২),পিতা- আব্বাস উদ্দিন,সাং- লাইব্রেরী বাজার,পাবনা সদর,পাবনা।
চ) হযরত আলী(২৯),পিতা-মোঃ মুক্তার মণ্ডল,সাং- চরঘোষপুর,পাবনা সদর,পাবনা।
ছ) বক্কার প্রামানিক(৬২),পিতা- মৃত আকবর প্রামানিক,সাং- বাংলাবাজার,পাবনা সদর,পাবনা।
জ) রবিউল(৪৩),পিতা- মৃত রোস্তম মোল্লা,সাং-বাংলাবাজার,পাবনা সদর,পাবনা।
ঝ) জমির হোসেন(৩৫),পিতা-জেহের আলী প্রামানিক,সাং-গাছপাড়া,পাবনা সদর,পাবনা।
ঞ) মোঃ সাহাবুল(৪২),পিতা- মৃত নুর আলী সরদার,সাং- চক ছাতিয়ানী,পাবনা সদর,পাবনা।
ট) মোঃ নাহিদ পারভেজ(৩৫),পিতা- মৃত নুরুজ্জামান,সাং- ছাইকোলা, চাটমোহর,পাবনা।
ঠ) মোঃ সাব্বির হোসেন(২৮),পিতা- মৃত মানিক হোসেন, সাং-আটুয়া,পাবনা সদর,পাবনা।
ড) পান্না(৩২),পিতা- মৃত সিদ্দিক মণ্ডল,সাং- কাচারিপাড়া,পাবনা সদর,পাবনা।
ঢ) সাইফুল(৩৫),পিতা- সোহরাব প্রামানিক,সাং- বাংলাবাজার,পাবনা সদর,পাবনা।

বেশ কিছুদিন হলো স্থানীয় কিছু দুষ্কৃতিকারী চরঘোষপুরে পদ্মা নদীতে অবৈধ ভাবে বালি উত্তোলন করে আসছিল। যার ফলে উক্ত এলাকায় পরিবেশ নষ্ট হওয়া সহ রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং আশেপাশের ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে, এছাড়াও সম্প্রতি মাটিকাটা ট্রাক্টরের নিচে চাঁপা পড়ে বেশ কিছু দুর্ঘটনা ঘটেছে। অবৈধ বালু উত্তলনের প্রতি কঠরভাবে দমন ও বালু খেকোদের গ্রেফতার করায় স্থানীয় কৃষকেরা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।