অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অনুপ্রবেশে ২ ভারতীয় আটক

সুমন আহমদ, দোয়ারা বাজার প্রতিনিধিঃ

অদ্য ০১-০১-২০২৫ ইংরেজি রোজ বুধবার সিলেট ব্যাটালিয়ন (৪৮) বিজিবি এর অধীনস্থ দমদমিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২৬০/৪-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরের দমদমা নামক স্থানে ভারতীয় নাগরিক ব্লোমিং স্টার (৩২) পিতা-মৃত কয়াইত, গ্রাম ও পোস্ট অফিস ওয়ামলিংক, থানা -পানিয়াসাল,জেলা -ইস্ট খাসিয়া হিল, শিলং,ভারত এবং বাংলাবাজার বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২৩৬ হতে ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরের কলাউরা নামক স্থানে লোকাস (৫৫) পিতা-মৃত গোমারু গ্রাম -বামর্ন টিলা, পোস্ট অফিস -চেলা, থানা সাই-গ্রাম, জেলা ইস্ট খাসিয়া হিল। শিলং ভারতকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে বিওপির টহলদল আটক করে। অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে আটককৃত ০২ জন ভারতীয় নাগরিক’কে থানায় হস্তান্তর করার কার্যক্রমণ রয়েছে।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন,
আমরা বাংলাদেশকে শান্তি নিরাপত্তা গ্রহণ করতে চাই। যাতে অবৈধভাবে কেউ বাংলাদেশ থেকে যেতে না পারে এবং বাংলাদেশ ও না আসতে পারে। আমরা এর সোচ্চার রয়েছি।