অনুমোদনহীন আইসক্রিমে ছেয়ে গেছে লৌহজং


ভ্রাম্যমাণ আদালতের কারখানায় অভিযান

আ স ম আবু তালেব, বিশেষ প্রতিনিধি:-মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার বেজগাঁও ইউনিয়নের হাটভোগদিয়া গ্রামে অনুমোদনহীন একটি আইসক্রিম কারখানায় অভিযান চালিয়ে দুই কর্মচারীকে দুই লাখ টাকা জরিমানা এবং এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে অতিরিক্ত তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। আজ বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান এই অভিযান পরিচালনা করেন। অভিযানে বিএসটিআই ঢাকা তেজগাঁও অঞ্চলের পরিদর্শক মোঃ হাসিদুল ইসলাম এবং লৌহজং থানা পুলিশের সদস্যরা সহায়তা করেন।
অভিযানে আইসক্রিম কারখানার কর্মচারী মোঃ মোস্তফা আহম্মেদ (পিতা: মৃত জসিম উদ্দিন) ও মিল্লাত হোসেন (পিতা: শাহ আলম হোসেন)-কে গ্রেফতার করে দণ্ড দেওয়া হয়। এ সময় কারখানা থেকে প্রায় ১০০ কার্টন ও ১০ বস্তা অস্বাস্থ্যকর উপকরণ দিয়ে তৈরি আইসক্রিম জব্দ করে ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান জানান, কারখানাটি কোনো বৈধ অনুমতি কিংবা বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়াই অবৈধভাবে লোগো ব্যবহার করে আইসক্রিম তৈরি ও বাজারজাত করছিল। ব্যবহৃত উপকরণ ছিল অত্যন্ত নিম্নমানের ও মানবদেহের জন্য ঝুঁকিপূর্ণ। বিশেষ করে এসব আইসক্রিম শিশু খাদ্য হিসেবে বিক্রি হতো, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। কারখানার পক্ষ থেকে কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় দণ্ড দেওয়া হয়। এ ধরনের অভিযান উপজেলা জুড়ে অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এদিকে, এলাকাবাসীর তথ্যমতে, অভিযুক্ত কারখানার মালিক হলেন বেজগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মোজাম্মোল হোসেন তালুকদার। তবে তার সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।