অধ্যক্ষ তায়েব আলীর মৃত্যুতে বগুড়া-৪ আসনে জামায়াতের নতুন প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ

মোঃ খাত্তাব হোসেন বগুড়া প্রতিনিধি:
বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে নতুন করে মনোনয়ন পেয়েছেন আন্তর্জাতিক পর্যায়ের শিক্ষাবিদ ও গবেষক ড. মোস্তফা ফয়সাল পারভেজ।
এর আগে এই আসনে দলীয় মনোনয়ন পেয়েছিলেন জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যক্ষ মাওলানা তায়েব আলী। সম্প্রতি তার মৃত্যুতে আসনটি শূন্য হলে, দলীয়ভাবে পুনরায় যাচাই-বাছাই শেষে তরুণ ও মেধাবী নেতা ড. ফয়সালকে মনোনয়ন দেওয়া হয়।

ড. মোস্তফা ফয়সাল পারভেজ বগুড়ার সন্তান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্সে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন। বর্তমানে তিনি তুরস্কের গাজি ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান ও লোক প্রশাসন বিভাগে পিএইচডি করেছেন। তার গবেষণার বিষয়: “আন্তর্জাতিক অভিবাসনের গ্লোবাল গভর্নেন্স: রোহিঙ্গা রিফিউজির কেস স্টাডি”।

শুধু শিক্ষা ও গবেষণাতেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও রয়েছে তার সক্রিয় উপস্থিতি। তিনি বিশ্বের ৬০টি দেশের ছাত্র ও যুব সংগঠনের প্রতিনিধিদের প্রত্যক্ষ ভোটে ইন্টারন্যাশনাল ইসলামিক ফেডারেশন অব স্টুডেন্ট অর্গানাইজেশন (IIFSO)-এর মহাসচিব নির্বাচিত হয়েছেন। ২০২৩–২০২৬ মেয়াদে তিনি এ দায়িত্ব পালন করছেন।

একজন লেখক হিসেবেও ড. ফয়সাল পরিচিত। তার প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে অন্যতম হলো—
“আতাতুর্ক থেকে এরদোয়ান: বদলে যাওয়া তুরস্কের ১০০ বছর”
“তত্ত্বাবধায়ক সরকার: অতীত ও ভবিষ্যৎ”
এছাড়াও তিনি আন্তর্জাতিক জার্নালে ১০টিরও বেশি গবেষণামূলক নিবন্ধ প্রকাশ করেছেন।

বর্তমানে তিনি আঙ্কারাভিত্তিক আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক ANKASAM-এর সঙ্গে কাজ করছেন। পাশাপাশি তিনি Asian Youth Association-এর সভাপতি এবং IIFSO-এর এশিয়ান রিজিয়ন শুরা সদস্য ও পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

দলীয় সূত্রে জানা গেছে, অধ্যক্ষ তায়েব আলীর মতো একজন প্রজ্ঞাবান ও জনপ্রিয় নেতার পর বগুড়া-৪ আসনে একজন শিক্ষিত, দূরদর্শী ও আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন তরুণ নেতার প্রয়োজন ছিল। সে লক্ষ্যেই দলটি ড. মোস্তফা ফয়সাল পারভেজকে মনোনয়ন দিয়েছে।

বিশ্লেষকদের মতে, উচ্চশিক্ষিত ও তরুণ নেতৃত্ব রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের বার্তা দিতে পারে। আন্তর্জাতিক অভিজ্ঞতা, গভীর রাজনৈতিক জ্ঞান ও লেখালেখির দক্ষতা—এই তিনের সমন্বয়ে ড. ফয়সাল বগুড়া-৪ আসনে একটি ভিন্নমাত্রা যোগ করবেন বলে অনেকে মনে করছেন।