অধিকার সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক নাসির উদ্দিন এলানের মুক্তির দাবিতে খুলনায় প্রতিবাদী মানববন্ধন

Exif_JPEG_420

অধিকার সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক নাসির উদ্দিন এলানের মুক্তির দাবিতে খুলনায় প্রতিবাদী মানববন্ধন

দেশের শীর্ষ মানবাধিকার সংগঠন অধিকার’র সেক্রেটারি আদিলুর রহমান খান ও পরিচালক নাসির উদ্দিন এলানের নিঃশর্ত মুক্তির দাবিতে নগরীতে এক প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় নগরীর জাতিসংঘ পার্কের সামনে এ প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অধিকার খুলনা ইউনিট এ কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে অংশ গ্রহণকারীরা, ‘ফ্রী আদিল, ফ্রী এলান’ লেখা শ্লোগান সম্বলিত কালো কাপড় মুখে বেধে আদিলুর রহমান খান ও নাসির উদ্দিন এলানকে কারাদণ্ড দেওয়ার প্রতিবাদ এবং অবিলম্বে তাদের বেকুসুর খালাস দেওয়ার দাবি জানান।

মৌন এ প্রতিবাদ মানববন্ধন পরিচালনা ও সভাপতিত্ব করেন অধিকার খুলনার ফোকাল পার্সন মুহাম্মদ নুরুজ্জামান।

এ-সময় উপস্থিত ছিলেন, নাগরিক ঐক্যের খুলনা মহানগর শাখার সদস্য সচিব ও বিশিষ্ট সাংবাদিক কাজী মোতাহার রহমান বাবু, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় স্বাস্থ্য সম্পাদক ও খুলনা জেলা আহবায়ক মো. বেল্লাল হোসেন, ইসলামি আন্দলোন বাংলাদেশের খুলনা মহানগর শাখার সহ-সভাপতি শেখ নাসির উদ্দিন, খুলনা জেলা আইনজীবী সমিতির সদস্য ও কলামিস্ট অ্যাডভোকেট মাফতুন আহমেদ, নাগরিক নেতা শেখ আব্দুল হালিম, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হাসান রাজ, ছাত্র অধিকার পরিষদের খুলনা জেলা সভাপতি রাজু হাওলাদার, সাংবাদিক আব্দুর রাজ্জাক রানা, ব্যবসায়ী মো. কামাল হোসেন, অধিকার’র হিউম্যান রাইটস ডিফেন্ডার ও সাংবাদিক জিয়াউস সাদাত, মো. জামাল হোসেন, এম এ আজিম,  অ্যাডভোকেট মো. শহিদুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদ শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখার আহবায়ক মহরম হাসান মাহিম, ছাত্র অধিকার নেতা, মো. সাব্বির শেখ, মো. আশিক আহমেদ, কলেজ ছাত্র মো. রিয়াদ হাসান প্রমুখ।

You may have missed