অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদের ২১ সদস্যের কমিটিড. মুস্তাফিজুর সভাপতি ও দেওয়ান মোর্শেদ সম্পাদক নির্বাচিত

IMG-20250907-WA0007

মোঃ আবু সাইদ শওকত আলী,
       খুলনা বিভাগীয় প্রধান(২)ঃ

যশোরের বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মুস্তাফিজুর রহমানকে সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক দেওয়ান মোর্শেদ আলমকে সাধারণ সম্পাদক করে নজরুল চেতনার সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদ যশোরের ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। সাধারণ সভায় গঠিত কমিঠি গঠন সংক্রান্ত সাবজেক্ট কমিটি (সার্চ কমিটি) ২৭ আগস্ট রাতে প্রেসক্লাব যশোর অডিটরিয়ামে ২০২৫-২০২৮ ত্রিবার্ষিক এ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন।

সাবজেক্ট কমিটির আহবায়ক ছিলেন, যশোর শিক্ষা বোর্ডের সাবেক উপসচিব আব্দুল খালেক, সদস্য সচিব ছিলেন। গীতিকার  কাসেদুজজামান সেলিম ও সদস্য ছিলেন অধ্যক্ষ কবি ও গবেষক ডক্টর শাহনাজ পারভীন, কবি গবেষক পদ্মনাভ অধিকারী ও অধ্যাপক অখিল চক্রবর্তী। সাবজেক্ট কমিটি ঘোষিত কার্যনিবাহী কমিটির অন্যরা হচ্ছেন, সহ-সভাপতি আতাহার রহমান, নজরুল ইসলাম বুলবুল, অ্যাডভোনেন্ট আফরোজা বেগম ও জিল্লুর রহমান, সহ-সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন বিশ্বান,  সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বাবু, আন্তর্জাতিক সম্পাদক মোছাম্মৎ রহিমা খাতুন, অর্থ সম্পাদক নুরে জাকিয়া সুলতানা মিম, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম নাভলু,  নাট্য সম্পাদক ইলিয়াস শরীফ, প্রকাশনা সম্পাদক আসাদুল হক, সমাজকল্যাণ সম্পাদক আবিদুর রহমান মিলন, প্রচার সম্পাদক গোলাম মোস্তফা, মহিলা বিষয়ক সম্পাদক খাদিজা খানম,  কার্যনির্বাহী সদস্য (১) জাহিদ আহমেদ লিটন (২) আব্দুস সালাম খোকন (৩) মনিরুল ইসলাম (৪) রাকিবুল হাসান) ও (৫) রুবেল আহমেদ।

এছাড়া ৪টি উপকমিটি ঘোষণা দেয়া হয়। সংগীত বিভাগ উপকমিটির আহবায়ক নাসিমা  ফেরদৌসী,  সদস্যসচিব পঙ্কজ কান্তি বিশ্বাস, (সদস্য আসলাম ইবনে লায়েক),  সেলিম রেজা বুলবুল ও রুবেল হাসান। সাহিত্য বিরাম উপ কমিটির আহ্বায়ক পদ্মনাভ অধিকারী, সদস্যসচিব শেখ মাফিজুল ইসলাম, সদস্য ফাতিমা পারভীন, শরীফ হোসেন বেলাল ও গাজী শহিদুল ইসলাম। নাটক বিভাগ উপকমিটির আহবায়ক স্বপন দাস, সদস্যসচিব  জাহাঙ্গীর আলম বিশ্বাস, সদস্য আবুল হাসান তুহিন, সানজিদা ফেরদৌস ও শরীফ হোসেন ধীমান। নৃত্য বিভাগ উপ কমিটির আহ্বায়ক আলেয়া আক্তার প্রেমা, সদস্যসচিব আনিকা জাহান অনামিকা, সদস্য আরিফা সুলতানা,  শারমিন আক্তার ও সেলিনা আক্তার।

You may have missed