সাংবাদিকের ফোন উদ্ধার করে ফেরত দিলেন ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া

IMG-20250317-WA0026

ঝিনাইদহ প্রতিনিধি-
সিনিয়র সাংবাদিক ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক এম রবিউল ইসলাম রবি’র হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে ফেরত দিল ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া। হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফেরত দিয়েছে ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। সোমবার (১৭ মার্চ) দুপুরে ঝিনাইদহ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া ও ডিএসবির পরিদর্শক কামরুজ্জামান উপস্থিত থেকে সিনিয়র সাংবাদিক ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক এম রবিউল ইসলাম রবি’র হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে আনুষ্ঠানিক ভাবে বুঝিয়ে দেন।
সাইবার সেল’র এসআই খালিদ হাসান ও এসআই ইকলাছুর রহমান জানিয়েছেন, সিনিয়র সাংবাদিক ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক এম রবিউল ইসলাম রবি ভাইয়ের অভিযোগ ও জিডির ভিত্তিতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জেলা শহর থেকে মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। পরে আনুষ্ঠানিক ভাবে প্রকৃত মালিকের কাছে ফেরত দেওয়া হয়েছে। সাইবার অপরাধ দমনে ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশের সাইবার সিকিউরিটি ইনভেস্টিগেশন সেল প্রতিনিয়ত সততার সাথে কাজ করে জেলার সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়া একই সময় আহসানুল ইসলাম ডন’র একটি মোবাইল ফোন ও বিকাশ থেকে প্রতারণার মাধ্যমে খোয়া জাওয়া ২৫ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে  ফেরত দেওয়া হয়েছে।