বড়াইগ্রামের বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত কনস্টেবলের মৃত্যুতে নাটোর জেলা পুলিশের শোকাবহ বিদায়

নাটোর জেলা প্রতিনিধি:
নাটোর জেলার বড়াইগ্রাম থানাধীন বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত কনস্টেবল মোঃ কুদরত আলী দেওয়ান বনপাড়া তদন্ত কেন্দ্রে অসুস্থ হয়ে চিকিৎসার জন্য স্থানীয় বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করে হার্ট অ্যাটাক হয়েছে মর্মে জানান। তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০/০৬/২০২৫ অনুমান ১২.১০ ঘটিকায় হৃদযন্ত্র ও শ্বাসযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরণ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহে রাজিউন)।
তিনি একজন সৎ, দক্ষ ও নিষ্ঠাবান পুলিশ সদস্য ছিলেন। তিনি ২৫/০৫/১৯৮৮ খ্রি. কনস্টেবল হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করে দীর্ঘ ৩৭ বছর ২৫ দিন চাকরি করেন। দাম্পত্য জীবনে তিনি এক কন্যা সন্তান ও এক ছেলে সন্তানের জনক। তার মৃত্যুতে নাটোর জেলা পুলিশের পুলিশ সুপারসহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ গভীরভাবে শোকাহত.!!