প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ২৭/৭/২০২৫ ইং তারিখে “দৈনিক শেষবেলা ” নামক অনলাইন পত্রিকায় ” ৩৮ নং ওয়ার্ডে সরকারি আইন না মেনে মোটা অংকের টাকার বিনিময়ে বাল্যবিবাহ “নামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ প্রসঙ্গে।
অফিস ডেস্ক :
গত ২৭ /৭/ ২০২৫ তারিখে, ৩৮ নং ওয়ার্ডে মোটা অংকের টাকার বিনিময়ে বাল্যবিবাহ সহ অনৈতিক কর্মকান্ড করিতেছেন মাওলানা মোঃ শাহালম কাজী মোঃআজাদ তার ছেলে……. সংবাদটি আধো সত্য নয় কিছুটা ভুল বোঝাবুঝির কারণে অন্য সঙ্গত হয়ে নিউজটা করে ফেলেছেন প্রতিষ্ঠানটির রিপোর্টার । পরবর্তীতে উক্ত সাংবাদিককে ডেকে জিজ্ঞাসাবাদ করে তাকে প্রমাণাদি দেখালে তিনি সত্যতা জানতে পারেন। যা সত্যিই বড় দুঃখজনক, উক্ত নিউজের প্রতি আমি প্রতিবাদ জানালে প্রতিষ্ঠানটি নিউজটি ও তার লিংক তাদের ওয়েবসাইট থেকে সম্পূর্ণরূপে ডিলিট করে দেন, আধো এসমস্ত ঘটনার সাথে আমি জড়িত না, এই মর্মে আমি উক্ত নিউজের এবং এ সকল নিউজের তীব্র প্রতিবেদন জানাচ্ছি।সঙ্গে বিষয়টি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদান্তে,
কাজি মাওলানা শাহ আলম
৩৮ নং ওয়ার্ড