নেত্রকোনা ব‍্যাটালিয়ন(৩১) বিজিবি কতৃক সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযানে ২৩৮ বোতল ভারতীয় মদ সহ ০১টি নৌকা আটক।

IMG-20250516-WA0072

সারোয়ার পারভেজ বাবু
নেত্রকোনা জেলা প্রতিনিধি

১৫ মে ২০২৫ বৃহস্পতিবার অধিনায়ক নেত্রকোনা ব‍্যাটালিয়ন (৩১বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান রাত আনুমানিক ১০:০০ ঘটিকায় নিজস্ব গোয়েন্দা তথ‍্যের ভিত্তিতে নেত্রকোনা ব‍্যাটালিয়ন (৩১বিজিবি) এর অধীনস্থ ভাবানীপুর বিওপির ০৭ সদ‍স‍্যের একটি বিশেষ টহল দল কতৃক বিওপির দায়িত্বপৃর্ণ এলাকায় সীমান্ত পিলারের ১১৫২/১এস হতে আনুমানিক ২০০গজ বাংলাদেশের অভ‍্যন্তরে নেত্রকোনা জেলার দূগাপুর উপজেলার ২নং দূর্গাপুর ইউনিয়ন এর সোমেশ্বরী নদী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২৩৮ বোতল ভারতীয় বিভিন্ন ব্র‍্যান্ডের মদ ও একটি নৌকা আটক করা হয়। আটক কৃত মদ ও নৌকা নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হবে।