দাওয়াতে ইসলামীর উদ্যোগে উওর বন্দর কেন্দ্রীয় জামে মসজিদ, ইজতিমায়ে জিকির ও নাত মাহফিলে অনুষ্ঠিত

IMG-20250328-WA0007


আহমদ রেজা, চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো

দাওয়াতে ইসলামীর উদ্যোগে উওর বন্দর কেন্দ্রীয় জামে মসজিদ, ইজতিমায়ে জিকির ও নাত মাহফিলে অনুষ্ঠিত।

উক্ত ইজতিমায় বয়ান করেন দাওয়াতে ইসলামীর মারকাযী মজলিসে সূরার রুকন আবদুল মুবিন আওারী
এতে আরো উপস্থিত ছিলেন এবং পবিত্র লাইলাতুলকদর বিষয়ে ধর্মপ্রাণ মুসল্লদের এ মহিমান্বিত রাতের গুরুত্বপূর্ণ তাৎপর্য আলোচনা করেন। দায়াতে ইসলামের সদস্যদের চট্টগ্রাম বিভাগীয় দায়িত্ব প্রাপ্ত ছিলেন ( সভাপতি) মোহাম্মদ আজাদ আত্তারী,
দক্ষিণ জেলার ( সভাপতি) মোহাম্মদ সাকিব আত্তারী, মোহাম্মদ রায়হান আত্তারী, মোহাম্মদ আব্দুল হান্নান আত্তারী, তাহজুদ মোহাম্মদ জুনাইদ আত্তারী সহ উত্তর বন্দর কেন্দ্রীয় শাহী জামে মসজিদের পেস ইমাম ও খতিব মাওলানা মাহফুজুর রাহমান সাহেবের তথ্যবধায়নে মসজিদ কমিটির সদস্য জনাব আক্তার হোসেন চৌধুরী, মুজিবুর রহমান বুলু,দিলদার হোসেন চৌধুরী, হাবিবুর রহমান,মিজানুর রহমান,এবাদুল হক মন্নান চৌধুরী,বাবুল হক চৌধুরী,মোজ্জামেল হক,মোজাহের চৌধুরী,তসলিম,জামাল চৌধুরী, ইছহাক চৌধুরী, সায়েম চৌধুরী, আহমদ রেজা চট্টগ্রাম বিবিসি নিউজের বিভাগীয় প্রধান, নাছের চৌধুরী, এলাকার মুসল্লীগন প্রমুখ।। তাহজুদের সালাত আদায়ের তাহজুদ মোহাম্মদ জুনাইদ আত্তারী শেষ মোনাজাতের মধ্যে পবিত্র লাইলাতুলকদর বিষয়ে দোয়ায়ে মাহফিল সম্পূর্ণ করেন