তাড়াশে নওগাঁ ইউনিয়নে ভিডব্লিউবি কার্ড লটারী মাধ্যমে বন্টন

IMG-20250702-WA0021

এস,এম,রুহুল তাড়াশী,
সিরাজ গঞ্জ জেলা প্রতিনিধি:-

নানা জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে সিরাজ গঞ্জ জেলা তাড়াশ উপজেলা ৫নং নওগাঁ ইউনিয়নে ভিডব্লিউবি কার্ড লটারি মাধ্যমে হতদরিদ্র পরিবারের মাঝে বন্টন করা হয়।

(২জুলাই) রোজ মঙ্গলবার সকাল ১০ঘটিকা ৫নং নওগাঁ ইউনিয়ন পরিষদে লটারি অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, মনিরুজ্জামান খলিফা -ইনস্ট্রাকর ইউআরসি তাড়াশ উপজেলা, আশরাফ আলী -সহকারী শিক্ষা অফিসার তাড়াশ উপজেলা, আলাউদ্দিন -সচিব ৫নং নওগাঁ ইউনিয়ন পরিষদ,জয়নুল আবেদীন (মাহাবুব) -সাবেক সহ-সভাপতি তাড়াশ উপজেলা বিএনপি, শাজাহান আলী-সাবেক সভাপতি ৯নং ওয়ার্ড বিএনপি,
সাবেক ছাএ নেতা মির্জা বিপ্লব, সোহেল রানা -সাবেক সাধারন সম্পাদক ওয়ার্ড বিএনপি,
আনছার আলী সাবেক সাংগঠনিক সম্পদক ৫নং নওগাঁ ইউনিয়ন যুবল, মোরসালিন -সাধারণ সম্পাদক পদপ্রথী ৫নং নওগাঁ ইউনিয়ন যুবদল, জুয়েল রানা,-সেচ্ছাসেবক দল, জাকিরুল ইসলাম (শিমুল) যুবদল ৫নং নওগাঁ ইউনিয়ন, কিরন সরকার (আকাশ)-সভাপতি পদপ্রাথী নওগাঁ ইউনিয়ন ছাএদল,রাজু আহম্মেদ -সভাপতি পদপ্রাথী নওগাঁ ইউনিয়ন
ছাএদল, লিখন আহমেদ- সভাপতি পদপ্রার্থী ৫নং নওগাঁ ইউনিয়ন ছাত্রদল। ছাএ নেতা লিমন, ছাএ নেতা লিখন,সহ ৫নং নওগাঁ ইউনিয়ন সরস্তরের সাধারণ জনগন।
এ সময় উপস্থিত জনসাধারণ “দৈনিক নববানী,” কে বলেন,আজকে লটারি মাধ্যমে কোন টাকা পয়সা বিনিময় না করে ৩০কেজি চাউলের কার্ড পেয়ে আমরা খুব খুশী।