খুমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত  নারীর মৃত্যু

Close up Mosquito and Stop sign.

Close up Mosquito and Stop sign.

খুমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত  নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে সবুরুন্নেসা (৬৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ডেঙ্গু আক্রান্ত ৪০ জন। মঙ্গলবার (১৮ জুলাই) হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডাক্তার সুহাস রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করেছেন।

ডাক্তার সুহাস রঞ্জন হালদার জানান, ডেঙ্গু আক্রান্ত রোগী সবুরুন্নেছা গত ১৬ জুলাই মোংলা থেকে খুমেক হাসপাতালে ভর্তি হন। 

মঙ্গলবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪০ জন ভর্তি রয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ১৮ জন রোগী ভর্তি হন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ জন। চলতি বছরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সর্বমোট ১৫৭ জন রোগী ভর্তি হয়েছেন।

#