কমিউনিটি মোবিলাইজেশন কম্পোনেন্টের আওতায় উপজেলা পর্যায়ে সরকারি বিদ্যমান সেবাসমূহ অবহিতকরণ সম্পর্কিত ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত।

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কমিউনিটি মোবিলাইজেশন কম্পোনেন্টের আওতায় উপজেলা পর্যায়ে সরকারি বিদ্যমান সেবাসমূহ অবহিতকরণ সম্পর্কিত ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
টিএমএসএস কাঁঠালবাড়ি শাখা পিপিইপিপি- ইইউ প্রকল্পের আওতায় কমিউনিটি মোবিলাইজেশন কম্পোনেন্টের আওতায় উপজেলা পর্যায়ে সরকারি বিদ্যমান সেবাসমূহ অবহিতকরণ সম্পর্কিত ওরিয়েন্টেশন সভা (ইউএনও ও অন্যান্য কর্মকর্তাদের নিয়ে) আয়োজন করা হয়। উক্ত সভায় স্বাগত বক্তব্য রাখেন, টিও (সিএম) উম্মে কুলসুম রোজী,,টিএমএসএস পিপিইপিপি-ইইউ প্রকল্প। উক্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার,, কুড়িগ্রাম সদর, কুড়িগ্রাম। আরো উপস্থিত ছিলেন, সমাজসেবা অফিসার, কৃষি অফিসার,, পিআইও,, যুব উন্নয়ন অফিসার,, আইসিটি অফিসার ও অন্যান্য কর্মকর্তা বৃন্দ।উপস্থিতি ছিলেন রিজিয়ন প্রধান,শাখা প্রধান, টিও,এটিও,পিভিসি থেকে আসা সদস্যবৃন্দ।
সভার শুরুতে প্রকল্পের উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে আলোচনা করা হয় এবং ৩ টি মূল কম্পোন্টেটের এর কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার স্যারের নির্দেশনায় বিভিন্ন দপ্তর থেকে আগত কর্মকর্তাগনের তাদের দাপ্তরিক কার্যক্রম ও সুযোগ- সুবিধা নিয়ে আলোচনা করা হয়।